এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠ,নকলমুক্ত ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ইউএনও’র সাংবাদিক সম্মেলন


বিনিউজ প্রতিবেদক ঃ
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠ,নকলমুক্ত ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী জানান,আসন্ন এএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠ,সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কতিপয় বিধিবিধান মেনে চলার জন্য আহবান জানান।বিধিগুলো হলো পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না।পরীক্ষার দিন কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্বে হতে পরীক্ষা শেষ হওয়ার ১ঘন্টা পর পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারামতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় ২০০ গজের মধ্যে শুধু মাত্র বৈধ প্রবেশাধিকার ছাড়া সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।কোন প্রতিষ্ঠান,প্রতিষ্ঠান প্রধান,শিক্ষক কোনভাবে পাবলিক পরীক্ষায় বেআইনি কোন কাজ করলে সে প্রতিষ্ঠান,প্রতিষ্ঠান প্রধান,শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে। পরীক্ষা চলাকালীন ও এর আগে পরে পরীক্ষা সংশ্লিষ্ট কাজের সময়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত অন্যদের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হয়েছে।এ আইন ভঙ্গকারীর বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।পরীক্ষার হলের আশেপাশে বই পুস্তক এবং খাতা কলমসহ অবস্থান ও ঘোরাঘুরি নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের সন্নিহিত সকল হাটবাজার ও লোকালয়ে বাণিজ্যিক ফটোকপিয়ার মেশিনের ব্যক্তিগত ও বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করা হলো।পরীক্ষার দায়িত্বে নিয়োজিত শিক্ষক ব্যতীত কোন প্রতিষ্ঠান প্রধান বা কোনো শিক্ষক পরীক্ষা কেন্দ্রের ২০০গজের মধ্যে পরীক্ষা চলাকালীন অবস্থান ও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে অভিভাবকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।
এ সময় তিনি সংশ্লিষ্ট সকলকে এ আইন মেনে চলার আহবান জানান।