জাটকা বিক্রয়ের অপরাধে বোরহানউদ্দিনে ২ জনের ১৫ দিনের জেল।২ মন জাটকা আটক

বিনিউজ প্রতিবেদকঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জাটকা বিক্রয়ের অপরাধে ২ বিক্রিতাকে জেল দিয়েছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বশির গাজী। দন্ডপ্রাপ্তরা হলেন প্রফুল্ল দাস ও আবুল বাশার। এ সময় ২ শত কেজি জাটকা আটক করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুল সালেহীন জানায়, আজ শনিবার বিকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন,মৎস্য অধিদপ্তর ও পুলিশ বাহিনী জাটকা নিরোধ প্রতিরোধে উপজেলার বিভিন্ন বাজারে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে স্থানীয় রানীগঞ্জ বাজার থেকে বড় মানিকা ইউনিয়নের বাটামারা গ্রামের মাছ বিক্রিতা আবুল বাশার এবং পৌরসভার ইউছুব নগর বাজার থেকে সাচনা ইউনিয়নের দরুন বাজার এলাকার প্রফুল্ল দাসকে আটক করেছেন। এ সময় উভয় বাজার থেকে প্রায় ২ মন জাটকা আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃতদের ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। আটককৃত জাটকা গুলো বিভিন্ন এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী ঘটনার সত্যতানিশ্চিত করে বলেন,এ অভিযান অব্যাহত থাকবে।