বোরহানউদ্দিনে জাতীয় বীমা দিবস উদযাপিত

আহমেদ মুনির,ভোলা ঃ
বর্ণাঢ্য আয়োজন আর নানা কর্মসূচীর মাধ্যমে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রবিবার সকালে ১ম জাতীয় বীমাদিবস ২০২০ উদযাপিত হয়েছে।“বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার সরকারি-বেসরকারি দপÍর প্রধান,উন্নয়ন সংস্থা,ও বিভিন্ন বীমায় কর্মরত প্রতিনিধিদের অংশগ্রহনে নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করেন।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম।যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, ওসি( তদন্ত)আব্দুল কাদের,বীমা কোম্পানীর কর্মকর্তাবৃন্দ।