বোরহানউদ্দিনে আনন্দঘন পরিবেশে জাতীয় ভোটার দিবস উদযাপিত
আহমেদ মুনির, ভোলাঃ
বর্ণাঢ্য আয়োজন আর আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ভোলার বোরহানউদ্দিনে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।” ভোটার হয়ে ভোট দিব দেশ গড়ায় অংশ নিব”এই শ্লোগান কে সামনে রেখে সোমবার সকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের অংশ গ্রহনে, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী ও পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার মুক্তমঞ্চ থেকে বের হয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম,পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী, উপজেলা আ’ লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুুজা আহসান,নির্বাচন অফিসার মোঃ শহীদুল্লাহ্ প্রমুখ।