কোস্ট ট্রাস্টের উন্নয়ন কর্মী সোহেল মাহমুদের আজ “শুভ জন্মদিন”

 

 

 

ভোলা প্রতিনিধিঃ কোস্ট ট্রাস্টের উন্নয়ন কর্মী সোহেল মাহমুদ জম্মদিন  ১৪ ই মার্চ ১৯৭৭ সালে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার হোসনাবাদ গ্রামে জম্মগ্রহন করেন,পিতা মরহুম মোঃ নুর হোসেন মিয়া পেশায় শিক্ষক ছিলেন মাতা  গৃহিনী, দুই ভাই এক বোন  তিনি এস,এস,সি বাউফল মাধ্যমিক বিদ্যালয় থেকে  এইচ,এস,সি বাউফল কলেজ ও বাংলা বিভাগে অর্নাস করেন দেশের স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়  কলেজ থেকে।পেশার শুরুতে  ২০০২ থেকে কোস্ট ট্রাস্টে চাকরি নেন, একই প্রতিষ্ঠানে  সুনামের সাথে কাজ কর্মরত আছেন,চাকরীর পাশাপাশি দৈনিক ডোনেট বাংলাদেশ এর  ভ্রাম্যমান প্রতিনিধি সহ  দৈনিক ভোলা টাইমস পত্রিকার বিশেষ প্রতিনিধি , লালমোহন ২৪ এর স্টাফ রিপোটার্স বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত। মৎস্য  সম্পদ উন্নয়নে কাজ করছেন, তিনি বর্তমানে কোস্ট ট্রাস্টের জেন্ডার এন্ড কোস্টাল এ্যাকুয়াকালচার প্রজেক্টে কর্মরত, নারী  উন্নয়নে বিভিন্ন  প্রশিক্ষণের মাধ্যমে কোস্ট ট্রাস্টের সহায়তায় কর্মসংস্থান সৃস্টির জন্য ডোনেট বাংলাদেশের বিশেষ সম্মাননা-২০২০ লাভ করেন।ব্যক্তিগত জীবনে বিবাহিত এক ছেলে ও এক কন্যার জনক,আমাদের প্রতিনিধি কাছে বলেন,জম্মদিনের  জন্য আমার প্রার্থনা আমি সকলের কাছে দোয়া চাই,এবং আমাদের প্রানের প্রতিষ্ঠান কোস্ট ট্রাস্টে জীবনে শুরু থেকে আছি  বাকি দিনগুলো সততার সাথে কাজ করতে পারি সেই দোয়া চাই  সকলের কাছে।