বোরহানউদ্দিনে  ৪৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেন আলী আজম মুকুল এমপি

 

মনিরুজ্জামান ,ভোলা  ঃ

ভোলার বোরহানাউদ্দিন উপজেলায় পৌরসভার নবনির্মিত দৃষ্টি নন্দন বিজয় ফোয়ারা,সম্প্রসারিত ত্রিতল ভবন,প্রধান ফটক ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,বোরহানউদ্দিন কর্তৃক বাস্তবায়িত ২৪টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় জাতির জনকের জন্মশত বার্ষিকীর দিনে প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে এসব উন্নয়ন কাজ উদ্বোধন করেন।

বোরহানউদ্দিন পৌরসভার সহকারি প্রকৌশলী আব্দুস সাত্তার জানান,প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দৃষ্টি নন্দন বিজয় ফোয়ারা সহ ৪টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়।

অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন,৪৫কোটি টাকা ব্যয়ে ২৪টি উন্নয়নমূলক কাজ শনিবার সকালে উপজেলার মুক্তমঞ্চে উদ্বোধন করেন সংসদ সদস্য আলী আজম মুকুল।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আহমেদ উল্যাহ,বিআরডিবি’র চেয়ারম্যান সাইফুল ইসলাম,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অনিল কুমার বলেন,বর্তমান মেয়র বোরহানউদ্দিন পৌরসভাকে একটি আধুনিক,  সুন্দর ও দৃষ্টিনন্দন পৌরসভায় পরিনত করছেন।কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব কাজী, বড় মানিকার জসিম উদ্দিন হায়দার, পক্ষিয়া ইউনিয়নের নাগর হাওলাদার,সাচড়া ইউনিয়নের মহিবুল্যাহ মৃধা জানান, প্রত্যন্ত এলাকায় ও রাস্তাঘাট,ব্রিজ,কালভার্ট নির্মাণ হওয়ার উপজেলা সদরের সাথে ৯ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। কাচিয়া ই্উনিয়নের সমাজসেবক তুহিন হাওলাদার,প্রফেসর জাকির হোসেন জানান,সিকদার হাট টু কুঞ্জের হাট ২কি:মি রাস্তাটি হওয়ায় এলাকার মানুষের লাঘব দীর্ঘদিন পর হলেও লাঘব হলো। হাট মঠখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,চরগাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম পক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,দরুন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,দক্ষিন দেউলা শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ৈর প্রধান শিক্ষকগন জানান,জরাজীর্ণ ভবন থাকায় আগে শ্রেণিকার্যক্রম পরিচালনা করা কঠিন ছিল।নতুন ভবণগুলো হওয়ায় সেই সমস্যা দুর হলো।শিক্ষার্থীরা বলেন,আগে ভয়ে থাকতাম।কখন পলেস্তারা খসে মাথায় পড়ে।এখন সে সমস্যা নাই।

উভয় প্রকল্পের উদ্বোধনের সময় এমপি বলেন,জাতির জনকের কন্যা বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে ।প্রধানমন্ত্রী ভোগে নয়,ত্যাগে বিশ্বাসী বলেনই আজ বোরহানউদ্দিন উন্নয়নের জোয়ারে ভাসছে।মেয়র মোঃ রফিকুল ইসলামের প্রশংসা করে বলেন,ঋনের দায় মাথায় নিয়ে দায়িত্ব গ্রহন করে দ্বিতীয় শ্রেণির পৌরসভাকে তিনি আজ প্রথম শ্রেনির পৌরসভায় উন্নীত করেছেন।সোনার বাংলা গড়ার স্বার্থে উপস্থিত নেতা-কর্মীদের বঙ্গ বন্ধুর নীতি আদর্শ লালন করার আহবান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,পৌরমেয়র মোঃরফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী,আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার,ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া প্রমুখ।