ভোলার দৌলতখানে ৮ প্রবাসীসহ ১১ জন হোম কোয়ারেন্টাইনে

মনিরুজ্জামান ভোলা দক্ষিন প্রতিনিধিঃ
সারাদেশের মতো করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভোলার দৌলতখানে ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ১১ ব্যক্তির মধ্যে ৮ জন বিদেশ থেকে আসা । এবং বাকি তিনজন তাদের পরিবারের সদস্য।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান তথ্য নিশ্চিত করে জানান, চলতি বছরের ০১ থেকে ১৭ মার্চ পর্যন্ত পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নে ৯৬ জন প্রবাসী বিভিন্ন দেশ থেকে এসেছেন। এদের মধ্যে আজ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১১ জন। এবং বাকি ৮৮ জন প্রবাসী আত্মগোপনে আছেন।
তিনি আরো জানান, ‘তাদের চিহ্নিত করতে সকলের সহযোগীতা প্রয়োজন। সকলে সহযোগীতা না করলে তাদের দ্বারা সমস্যা হতে পারে। হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজনদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের ফিল্ড পর্যায়ের চিকিৎসকরা। দৌলতখানে করোনা ভাইরাস সেবায় নিয়োজিত চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী এখনও এসে পৌঁছায়নি।
এসময় তিনি বলেন, ‘কেউ আতঙ্কিত না হয়ে সর্তক ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার অনুরোধ জানান ৷’