করোনা ভাইরাস প্রতিরোধে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন বাজারের হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

করোনা ভাইরাস প্রতিরোধে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন বাজারের হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বিনিউজ প্রতিবেদক ঃ

করোনা ভাইরাস প্রতিরোধে সর্তকতামূলক ব্যবস্থার অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন বাজারের সাপ্তাহিক  হাটগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।তবে স্বাভাবিক নিয়মে সমস্ত দোকানপাট খেলা থাকবে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী জানান,প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সর্তকতামূলক ব্যবস্থার অংশ হিসেবে  সরকার এ ব্যবস্থা গ্রহণ করেন। করোনা ভাইরাস যেহেতু একটি ছোয়াছে রোগ তাই জনসমাগম বন্ধ করার জন্য এ ব্যবস্থা। তবে এ ব্যাপারে জনগনকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য সবাইকে আহবান জানান। তবে তিনি জানান,বাজারের সমস্ত দোকানপাঠ স্বাভাবিক নিয়মে পূর্বের মতো খোলা থাকবে । বিনা প্রয়োজনে লোকজনকে অযথা বাজারে ঘোরাঘুরি না করার  জন্য তিনি আহবান জানান।বিদেশ ফেরত কোন প্রবাসী দেশে আসলে উপজেলা প্রশাসন,অফিসার ইনচার্জ কে বিষয়টি জানানোর জন্য আহবান জানান।