খাদ্যসহ ইউএনও’র গাড়ী যাচ্ছে দরিদ্রদের বাড়ি বাড়ি

খাদ্যসহ ইউএনও’র গাড়ী যাচ্ছে দরিদ্রদের বাড়ি বাড়ি
বোরহানউদ্দিন(ভোলা) সংবাদদাতা ঃ
করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব এখন লন্ডভন্ড।আতঙ্কি রাজধানী সহ সারা দেশের মানুষ।এ ভাইরাস থেকে জনসাধারনকে রক্ষার্থে সারাদেশের মানুষ এক ঘরমুখী। বেকার হয়ে পড়েছে নিন্ম আয়ের মানুষ সহ শ্রমিক শ্রেণি।কর্মহীন এ সমস্ত মানুষগুলো পড়ছে খাদ্য সংকটে।বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত খাদ্যসামগ্রী তার গাড়িতে করে উপজেলার দরিদ্র মানুষের ঘরে ঘরে যাচ্ছেন। আজ শনিবার বিকালে কুতুবা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রত্যন্ত গ্রামের মফিজুল ইসলাম তালুকদারের বাড়িতে গিয়ে একই পরিবারের প্রতিবন্ধি সহোদর মনির ও রাসেলকে চাল,ডাল,আলু,লবন দিয়ে আসেন।এরপর কেরামত গঞ্জ বাজারে পঙ্গু হাসানকে খাদ্য সহায়তা দেন।সন্ধ্যার পর বোরহানউদ্দিন পৌরবাজারের মুচি সম্প্রদায় ও রিকসা চালকদের মাঝে খাদ্য শষ্য বিতরণ করেন।এছাড়া মিলনবাজার থেকে জনৈক মহিলা মোবাইলে সহযোগিতা চাওয়ায় তার বাড়িতে গিয়ে নির্বাহী খাদ্য শষ্য পৌছে দিয়ে আসেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী জানান,মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত এ সাহায্য ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের নির্দেশনায় এবং ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এর প্রত্যক্ষ তত্তাবধানে অতি দরিদ্র পরিবারগুলোর মাঝে বিতরণ করা হবে।প্রাথমিক ভাবে ১ হাজার পরিবারের মধ্যে ১০কেজি চাল ৫কেজি আলু ২কেজি মশুর ডাল ১ কেজি লবন বিতরণের প্রস্তুতি রয়েছে।পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।