করোনা ভাইরাস- পর্ব ৩

পর্ব-৩ (শেষ পর্ব):

একটি SARS CoV ভাইরাসের আক্রমণকারী অংশকে ভিরিয়ন বলে। ভাইরাসটির গঠন খুব সরল প্রকৃতির। বাইরে একটি আবরণ দ্বারা ভিতরের অংশটি আবৃত থাকে। বাইরের আবরণটি মূলত একটি প্রোটিনের আবরণ। এর গায়ে গ্লাইকোপ্রোটিনের স্পাইক দেখা যায়।

ভিতরের অংশটি মূলত একটি RNA, যার কারণে এটি একটি RNA ভাইরাস।

স্পাইকগুলোর সাহায্যে ভাইরাসটি কোষের সাথে লেগে থাকে এবং এটা থেকে এক ধরণের এনজাইম বের হয়,যা কোষের প্রাচীর গলিয়ে ফেলে এবং শুধুমাত্র ভিতরের RNA অংশটি কোষের ভিতরে প্রবেশ করে।

RNA অংশটিই কোষের ভিতরের উপাদানগুলোকে কাজে লাগিয়ে ক্রমাগত সংখ্যা বৃদ্ধি করতে থাকে এবং একটা পর্যায়ে পূর্ণাংগ অসংখ্য ভাইরাস আকারে কোষের বাইরে বেরিয়ে এসে আরো নতুন কোষকে আক্রমণ করতে থাকে।

দেহের প্রতিরোধ ব্যবস্থা যদি একে ধ্বংস করতে না পারে তবে এটা শরীরের কোষগুলোকে একের পর এক আক্রমণ করে দেহকে রোগাক্রান্ত করে ফেলে।

এ. এফ. এম. নাজমুস সালেহীন
বিএসসি (অনার্স), এম এস
মৎস্যবিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়