নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস মোকাবেলায় নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এতে বলা হয়েছে সন্ধ্যা ৬টার বাইরে বের হওয়া যাবেনা। বের হলেই আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন।
শুক্রবার প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস মোকাবেলায় জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে অনুলোধ করা হয়েছে। এছাড়া সন্ধ্যা ৬ টার পর বের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত থাকবে। আর বিভাগ,জেলা,উপজেলা,ইউনিয়ন পর্যায়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।