টোকা দিলেই গায়েবী আওয়াজ”কী লাগবে মামা”?

বিনিউজ প্রতিবেদকঃ
করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন।

জন সমাগম বন্ধ,সামাজিক দুরত্ব বজায় রাখা কিংবা হোম কোয়ারান্টাইন এর ব্যাপারে কঠোর অবস্থানে প্রশাসন। এ সব বিষয় বাস্তবায়নে ২ টার পর কেবল মাত্র ফার্মেসী ছাড়া সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়। এত সবের মধ্যেও কিছু মানুষ নানা কৌশলে তাদের বিক্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

অভিনব এ পদ্ধতিতে বিক্রয় কার্যক্রম মফস্বল এলাকায় বেশি দেখা।বাহির দিক থেকে দেখা যায় দোকান আটকানো। আসলে না নয়।শার্টার নামানো থাকে।বাহির থেকে শার্টারে টোকা দিলে ভিতর থেকে গায়েবী আওয়াজ।কী লাগবে মামা! পন্যের নাম বলতেই ক্রেতাকে দুরে দাড় করিয়ে কিংবা শার্টারের বাইরে রেখে পণ্য বিক্রয় করেন। মফস্বল এলাকার কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।অভিনব কায়দা সম্পর্কে কয়েকজন দোকানী বলেন,বিক্রয় না করলে সংসার চলবে কী করে!পেট তো চালাতে হবে।ক্রেতার সোজাসাপটা উওর” হঠাৎ বাজার শেষ”” তাই এলাম।কেন এমন পদ্ধতি? জবাবে বলেন,প্রশাসন দেখলে মার তো দিবেন,জরিমানা ও করবে তাই।