বৃদ্ধার চোখে পানি, হাঁসি ফোটালো ছোট্ট ছেলে “রামিম”

নিজস্ব প্রতিনিধিঃ হঠাৎ করেই বৃহস্পতিবার দুপুরে বাসার সামনে দু’চোখে পানি নিয়ে এক বৃদ্ধা উপস্থিত ৷ কিছু জিজ্ঞেস করতেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি ৷ এক পর্যায়ে কান্না জড়িত কন্ঠে বললো বাবা আজ কয়েকদিন যাবত আমি খুব কষ্টে খেয়ে না খেয়ে আছি ৷ কারো কাছে প্রকাশ করতে পারছিনা ৷ একটু কিছুর আশায় আজ তোমাদের দরজায় উপস্থিত হয়েছি ৷ বৃদ্ধার কথা শুনে আর চোখে পানি দেখে সহ্য হয়নি ১২ বছরের ছোট্ট ছেলে রামিম ওরফে আব্দুল হান্নানের ৷ তাৎক্ষনিক দৌড়ে মায়ের কাছে গিয়ে টাকা নিয়ে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য কিনে আনে ৷ এবং উপহার সরুপ ওই বৃদ্ধাকে প্রদান করে ৷ বৃদ্ধার হাতে উপহারের ব্যাগটি দেয়া মাত্রই হাঁসি ফুটে ওঠা ৷ আর এটাই রামিমের বড় পাওয়া ৷
জানাযায়, রামিম বোরহানউদ্দিন উপজেলার ২ নং সাচড়া ইউনিয়ন এর চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধার ছেলে ৷ সে বোরহানউদ্দিন উদয়ন মডেল স্কুলে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র ৷
দেশের এই ক্রান্তিকালে রামিম এর হৃদয় নাড়া দিলেও নাড়া দেয় না অনেক বিত্তশালীদের হৃদয় ৷ তাই সকলকে তার মত এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়ানোর আহব্বান রইলো ৷