শিক্ষক ও মোটর সাইকেল চালকদের মাঝে ত্রাণ বিতরণ

শিশির ভট্টাচার্য :

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের মাঝে চাল বিতরণ করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী।

শনিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার মুক্ত মঞ্চে সামাজিক দুরত্ব বজায় রেখে ৬৫ জন মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক ও ২০ জন মোটরসাইকেল চালকদের মাঝে ১৫ কেজি চাল ও ৫ কেজি আলু বিতরণ করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী জানান, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে অনেক মানুষ কর্মহীন । ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে। ফলে বেকার হয়ে পড়ছে মসজিদ ভিক্তিক এই সকল শিক্ষকরা।

দরিদ্র মানুষের দুর্দশার কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে তার ত্রাণ তহবিল থেকে খাদ্য শষ্য উপহার হিসেবে বরাদ্দ করেন।
স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল এর নির্দেশনায় আজকে এ সব লোকজনের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়েছে।