লালমোহনে সার ও বীজ দিচ্ছেন–এমপি শাওন

নিজস্ব প্রতিনিধিঃ
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভর্তুকি দিয়ে সাধারণ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার দিচ্ছেন।

প্রধানমন্ত্রী কথা দিয়েছেন, দেশে একটি লোকও না খেয়ে থাকবে না। বিএনপি সরকারের সময় আপনারা সার চাইতে গেছেন, আপনাদেরকে গুলি করেছে। আর শেখ হাসিনার সরকার আপনাদেরকে বাড়ি থেকে ডেকে বীজ ও সার দিচ্ছেন।

শনিবার সকালে লালমোহন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ২১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা বসত ঘরের আঙ্গিনায়সহ খালি জায়গায় সব্জি চাষ করে খাদ্য ঘাটতি পুরণ করবেন। একটুকরোো জমিও আবাদ রাখবেন না।

এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আরও বলেন, বর্তমানে করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এ করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে হলে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ যেন ঘর থেকে বের না হয়। সরকারের সকল নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি অনুরোধ জানান, এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি’র সভাপতিত্বে এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা কৃষি কর্মকর্তা’ এ এফএম শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের শ্রম ও কর্মসংস্থান সম্পাদক মোঃ শাহিন জুয়েল, ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপুর্ব দাস প্রমূখ।