সাচড়ায় অসহায়দের মাঝে ত্রান বিতরণ করলেন চেয়ারম্যান ” মহিবুল্যাহ মৃধা


সিয়াম মৃধা,সাচড়াঃ
ভোলা বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে গরিব ও অসহায়দের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান মহিবুল্ল্যাহ মৃধা ৷
বৃহস্পতিবার দুপুরের দিকে নিজ বাড়ীতে সামাজিক দূরুত্ব বজায় রেখে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১শত পরিবারের মাঝে এসব খাদ্য সমগ্রী বিতরণ করেন তিনি ৷
তার লন্ডন প্রবাসী কন্যা নিশাত, গরিব ও অসহায়দের জন্য উক্ত খাদ্য সমগ্রীর অর্থ প্রদান করেন ৷
এসময় সাচড়া ইউপি চেয়ারম্যান মহিবুল্ল্যাহ মৃধা জানান, লন্ডন প্রবাসী আমার মেয়ে নিশাত করোনায় গৃহবন্ধী অসহায় মানুষদের জন্য এসব খাদ্য সমগ্রীর ব্যবস্থা করেন ৷ আমার ইউনিয়নের মানুষ বাঁচলে আমি বাঁচবো ৷ তাই এভাবেই আমি ও আমার পরিবারের সকল সদস্যরা সব সময় মানুষের পাশে দাড়িয়ে সেবা দিয়ে যেতে চাই ৷