১ হাজার পরিবারকে ত্রাণ দিলেন মেয়র রফিকুল ইসলাম

মনিরুজ্জামান:

পবিত্র মাহে রমজান কে সামনে রেখে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম তৃতীয় ধাপে আরও ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। শুক্রবার বিকাল ৪ টায় দরিদ্র, দিনমজুর, নিন্মমধ্যবিত্ত পরিবারের মাঝে এ বিতরণ কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত পৌরসভার ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী। এ

রফিকুল ইসলাম জানান,করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত উপহার হিসেবে ১০ মেঃ টান চাল পাই।এর সাথে তার ব্যক্তিগত অর্থায়নে ৫ মেঃ টান আলু,১ মেঃ টান করে মশহুর ডাল,পিয়াজ,লবন,১ হাজার লিটার সয়াবিন তেল ও ২ হাজার পিচ সাবান ক্রয় করি।

তিনি আরও বলেন,সাবেক বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,স্থানীয় সাংসদ আলী আজম মুকুলের নির্দেশনায় এ সব খাদ্য সামগ্রী ওই সমস্ত
পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হয়।

তিনি বলেন, বৈশ্বিক বিপর্যয় করোনা ভাইরাস এর কারনে মানুষ ঘরমুখো। কর্মহীন হয়ে পড়েছে মানুষ।আগামী দিন রমজান। তাই আজকেই বিতরণ করা হলো।

প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল,৫ কেজি আলু,১ কেজি করে মশহুর ডাল,পিয়াজ, লবন,১ লিটার সয়াবিন তৈল ও ২ টি সাবান।
উল্লেখ্য, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে ১ হাজার করে ৩ হাজার পরিবারের মাঝে একই পরিমাণের খাদ্য শষ্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবু বকর ছিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন ও কাউন্সিলগন।