বৈরি পরিবেশে বাজার মনিটরিং  করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী

বিনিউজ প্রতিবেদকঃ
পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই বাজার মনিটরিং এ নামলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী। দ্রব্য মূল্যের উর্ধগতি, বাজার ব্যবস্থাপনার ত্রুটি, মূল্য তালিকা সাঁটানো সহ নানা বিষয়ে কথা বলেন ব্যবসায়ীদের সাথে।

এ সময় তার সাথে ভোলা নৌকন্টিনজেন্ট ও স্থানীয় থানা পুলিশের একটি টিম ছিলেন।
আজ শনিবার মাহে রমজানের প্রথম দিনে বৈরি পরিবেশ উপেক্ষা করে বিভিন্ন দোকানে দোকানে নিত্য প্রয়োজনীয় ও ইফতারি পণ্যের দাম,ম্যামো,মূল্য তালিকা নিয়ে কথা বলেন।

তিনি এ সময় ব্যবসায়ীদেরকে বলেন, করোনা পরিস্থিতিতে আমরা মহা দূর্যোগে আছি।কর্মহীন মানুষগুলোর অনেক কষ্টে দিন যাচ্ছে। তারা তো আপনাদেরই স্বজন।এ বিপদে ও মাহে রমজানে দাম বাড়িয়ে দরিদ্র মানুষের কষ্ট না বাড়ানোর আহবান জানান।
এ কর্মকর্তা বলেন,আমি আজকে অনুরোধ করলাম। অন্যদিন এসে অনিয়ম পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।