অশ্রুপ্লাবন || শূন্য মুহাইমিনুল অশ্রুপ্লাবন

অশ্রুপ্লাবন
শূন্য মুহাইমিনুল

আকাশটা আজ আছড়ে পড়েছে
নদীর বুকে দারুণ ঢেউ,
চোখে তোমার মেঘ জমেছে
জানলো না মন জানলো না কেউ।

দস্যু ছেলে ভাবছেটা কি
তপ্ত আগুন আড়াল করে,
চৈত্র মাসের সৌরতারায়
কি গান বাঁধে, কি মন্তরে!

রৌদ্র কেন ক্লান্তি ছড়ায়
ঘাসের উপর পাতার বনে,
ভ্রমর তবে খুঁজছে কাকে
ফুল, ঝরনা, মেঘের কোণে?

ভুল বানানের একটা চিঠি
কে পেল আজ জানলোনা তা,
ভুলের শহর তোমায় দিলাম
রুপালি চাঁদ, অশ্রুপ্লান!