একজন করোনা যোদ্ধা ও মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ

করোনা যোদ্ধার ও মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ
স্টাফ রিপোর্টার ঃ]
মোঃ বশির গাজী। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৈশ্বিক দূর্যোগ করোনা যুদ্ধের একজন অকুতোভয় সৈনিক।প্রতিনিয়ত যুদ্ধে করে যাচ্ছেন দিন- রাত। নিজের জীবন শতভাগ ঝুঁকিতে রেখে লড়াই করে যাচ্ছেন। কেউ বলছে খাদ্য নেই। কেউ বলছে দোকান খোলা।কেউ বলছে ঢাকা,চট্টগ্রাম কিংবা নারায়নগঞ্জ থেকে আসা বহিরাগতদের ভয়।হাজারো ফোন।সময়ে কিংবা অসময়ে।সরকারি বন্ধ। সেটাতো অভিধান থেকে অনেক আগেই উদাউ। এরই মধ্যে কাটছে দিনগুলো।
শনিবার দুপুরে বিনিউজ প্রতিবেদকের সাথে কথা হয় এ যোদ্ধার। মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধকে উদ্ধার ,চিকিৎসা ও বিদায় নিয়ে কথা হয়। যা পাঠকের জন্য তুলে ধরা হলো।

শুক্রবার। রাত দশটা।সারা দিনের পরিশ্রান্ত। বিছানায় যাব।হঠাৎ সেলফোন বেজে উঠলো।ফোন ধরতেই জানা গেল বিপদের কথা।মানিকার হাট বাজারে নাম পরিচয় বিহীন ষাটোর্ধ এক বৃদ্ধ জীবন মৃত্যূর সন্নিকটে। স্থানীয় ইত্তেফাক পত্রিকার সংবাদ কর্মী মনিরুজ্জামান, পুলিশকে নিয়ে ঘটনা স্থলে যাই। ওই এলাকার যুবক মঞ্জু ও পলাশ বিশ্বাসের সহযোগিতায় রাত পৌনে ১১ টায় বৃদ্ধ কে উদ্বার করে স্থানীয় হাসপাতালে আনা হলো।সুচিকিৎসার ব্যবস্থা ও নিজ অর্থায়ণে ঔষধের ব্যবস্থা করা হলো। রাত ১১ টার পরে বাংলোয় আসি।পরদিন শনিবার আবার সমান গতিতে ছুটে চলা।হাসান নগর ও কাচিয়া ইউনিয়নে ত্রাণ বিতরণ করে বাসায় আসি। অসুস্থ বৃদ্ধের খবর নিতে ফোন করে জানতে পাই তিনি আর নেই।(ইন্না-লিল্লাহ—– রাজেউন) মনটা খারাপ হয়ে গেল। এতটা কষ্ট করে হাসপাতালে এনে তাকে সারিয়ে তোলা গেল না। নাম, পরিচয় ও ঠিকানা ও জানা গেল না। অগ্যতা পৌর মেয়র এর সহায়তায় পৌরসভার সরকারি গোরস্থানে তাকে সমাহিত করা হলো।আল্লাহ মরহুম কে বেহেশত দান করুন।