অভিলাষী মন।। শূন্য মুহাইমিনুল

অভিলাষী মন
শূন্য মুহাইমিনুল

লালচে পেড়ে হলুদ শাড়ি
খোপায় রেশমি চুল,
বিস্মিত চোখে কুটুম পাখি
কিংবা বেলী ফুল!

দেখেছি আমি
দেখেছি তোমায় চন্দ্রাহত রাতে,
অভিলাষী মন বিষম খায়
প্রেমের বজ্রাঘাতে!