বসত ঘর থেকে সরকারী চাল ও কার্ড উদ্ধার করলেন এমপি শাওন

নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহনে এক ব্যবসায়ীর বসত ঘর থেকে সরকারী খাদ্যবান্ধব কর্মসূচির ৮ বস্তা চাল ও ৪টি কার্ড উদ্ধার করেছেন স্থানীয় সাংসদ এমপি নূরুন্নবী চৌধুরী শাওন৷
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহেষখালী গ্রামের মালেগো বাড়ির সামছুদ্দিনের ঘর থেকে এসব চালের বস্তা উদ্ধার করেন তিনি ৷
পরে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমিকে খবর দিলে তিনি চালগুলো জব্দ করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ী সামছুদ্দিনকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। এসময় সামছুদ্দিনের কাছে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪টি কার্ড পাওয়া যায়।
এব্যাপারে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমার নির্বাচনী এলাকার লালমোহন-তজুমদ্দিনের কেউ যদি অনিয়মের সাথে জড়িত থাকে, সে যে দলেরই হোক ছাড় দেয়া হবে না। কোনো অপরাধকেই সমর্থন করতে নেই। যে অপরাধ করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে।