ভোলায় করোনায় আক্রান্ত ৫ জনের ৪ জনই সুস্থ

ভোলায় করোনায় আক্রান্ত ৫ জনের ৪ জনই সুস্থ

জেএম মমিন
ভোলা জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৫ ব্যক্তির ৪ জনই ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৷ এবং অপর একজনের রিপোর্ট প্রথম দফায় নেগেটিভ এসেছে বলে নিশ্চত করেছে সিভিল সার্জন দপ্তরের কন্ট্রোল রুম ৷
জেলায় করোনায় সুস্থ প্রথম ব্যক্তি মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিমের ছেলে নুর আলম। সে পজেলার মনপুরা সরকারি ডিগ্রী কলেজের প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে ১১ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গত মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷
এর একদিন পর বুধবার রাতে করোনা টেস্টে নেগেটিভ আসায় সুস্থ বলে ঘোষনা করা হয় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের করোনা ভাইরাসে আক্রান্ত শিশু মোহনা (৮) কে ৷ শিশুটি নিজ বাড়িতে হোম আইসোলেশনে থাকা ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৷ আজ বৃহস্পতিবার (০৭ মে) তাকে ছাড়পত্র দেওয়া হয় ৷ ওইদিন সকালে তার বাড়ীতে গিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ উপহার তার হাতে পৌছে দেন ইউএনও মোঃ বশির গাজী এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তপতী চৌধুরী ৷ উল্লেখ্য গত ২৩ এপ্রিল ওই শিশু জেলার প্রথম করোনায় আক্রান্ত রোগী হিসেবে সনাক্ত হয় ৷
অন্যদিকে, একই রাতে করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট আসে ভোলা পৌর সভার ৭ নং ওয়ার্ডের বিএভিএস রোডের বাসিন্দা ৫৮ বছর বয়সী একজন পুরুষ ও ১৮ বছর বয়সী তার মেয়ের ৷ নিজ বাড়ীতে ১২ দিন আইসোলেশনে থাকে ৷ তাদের রিপোর্ট নেগেটিভ আশায় এখন তারা দুজনই সুস্থ ৷
এছাড়া ভোলা সদরের ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের বাসিন্দা এবং ইলিশা বাজারের পল্লী চিকিৎসকের প্রথম দফার রিপোর্ট নিগেটিভ আসায় তাকে এখনও ২য় বা ৩য় দফার রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে ৷
ভোলায় মোট আক্রান্ত হয়েছে ৫ জন তাদের ৪ জনই এখন সুস্থ ৷