গরমে নাভীশ্বাস! সাগরে নিম্নচাপ।

বিশেষ প্রতিবেদক

সারাদেশে প্রতিনিয়ত করোনা রোগী বাড়ার সাথে সাথে উপকূলীয় এলাকার জন্য চিন্তা বাড়িয়ে চলেছে সাগরে সৃষ্ট নিম্নচাপ।

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৬/০৫/২০২০ তারিখ দুপুর ১২ ঘটিকায় চট্রগ্রাম বন্দর থেকে ১৩৪৫ কিমি দক্ষিণপশ্চিমে এবং মংলা বন্দর থেকে ১৩০৫ কিমি ও পায়রা বন্দর থেকে ১২৭০ কিমি দক্ষিণে অবস্থান করছে। এটি আরো ঘণিভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

নিম্নচাপকেন্দ্রের বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ৪৮ কিমি থেকে ৬০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

নিম্নচাপ কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে।

চট্রগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত এবং অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ দুপুর ১২ টা ১০ মিনিটে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

একইসাথে গভীর সাগর ও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলারকে গভীর সাগরে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।