ঘূর্ণিঝড়ের কেন্দ্র কি তবে ভোলা!!

বিশেষ প্রতিবেদক:
অতিপ্রবল ঘূর্ণিঝড় “আম্পান” এবার চোখ রাঙাচ্ছে বরিশাল বিভাগের দিকে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় ঘূর্ণঝড়টি ১৯ মে শেষরাত্র থেকে ২০ মে বিকাল বা সন্ধ্যা নাগাদ বাংলাদেশের খুলনা এবং চট্রগ্রাম অঞ্চলের মাঝামাঝি দিয়ে অতিক্রম করার সম্ভাবনার কথা জানানো হয়েছে। সেক্ষেত্রে এই দুই বিভাগের মাঝে অবস্থিত বরিশাল বিভাগের জেলাগুলোর জন্য অবশ্যই এটা এক বড় বিপদের বার্তা! এই দুইটি অঞ্চলের মাঝামাঝি অবস্থিত জেলাগুলোর মধ্যে দ্বীপ জেলা ভোলা সাগরের একদম কোলের মধ্যে হওয়ায় ভোলার জন্য বিপদটা একটু অন্যরকমই।

ঘূর্ণিঝড়টি অতিক্রম করার সময় অমাবশ্যার জোয়ার যদি পূর্ণমাত্রায় থাকে তাহলে ভোলার প্রায় সব চরাঞ্চল ও নিম্নভূমিই প্লাবিত হবার প্রবল সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণঝড়টির ৭৮ কিমি এর মধ্যে বাতাসের গতিবেগ ১১০ কিমি থেকে ১৩০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

সমুদ্র বন্দরগুলোতে ৪ নং স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখানোর পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের একদম কাছাকাছি থাকতে বলা হয়েছে যেন স্বল্প সময়ের নোটিশেই নিরাপদে আশ্রয় গ্রহণ করতে পারে।