মহাবিপদ সংকেত ১০! টার্গেট সুন্দরবন। জলোচ্ছ্বাস ১০-১৫ ফুট!

 

বিশেষ প্রতিবেদক:

দূর্যোগপূর্ণ আবহাওয়ার মহাবিপদ সংকেত ১০ নম্বর দেখিয়ে যেতে বলা হল ভোলাসহ খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলো এবং লক্ষীপুর ও চাঁদপুর জেলাকে। চট্রগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে দেখাতে বলা হয়েছে ৯ নম্বর মহাবিপদ সংকেত।

একইসাথে নদীবন্দরগুলোতে ৪ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তবে একটু হলেও এ অঞ্চলের জন্য আশার কথা হল ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের সুন্দরবন উপকূল দিয়ে অতিক্রমের সম্ভাবনা রয়েছে আজ বিকাল/সন্ধ্যা নাগাদ। পূর্বে আশংকা করা হয়েছিল তা বরিশাল ও চট্রগ্রাম বিভাগের মধ্য দিয়ে অতিক্রম করতে পারে।

কিন্তু চিন্তার কারণ আরেকটু বাড়িয়েছে জলোচ্ছ্বাসের আশংকাটি। ঘূর্ণিঝড় ও চাঁদের দ্বিতীয় পক্ষের শেষ দিনের প্রভাবে ১০-১৫ উচ্চতার জলোচ্ছ্বাসের আশংকা বিদ্যমান।

ঘূর্ণিঝড়কেন্দ্রের ৮৫ কিমি এর মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় ২০০-২২০ কিমি এবং অতিক্রমকালে উপকূলে ঘন্টায় ১৪০-১৬০ কিমি বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।