লালমোহনে টর্ণেডোর আঘাতে ঘর-বাড়ী বিধ্বস্ত, পাশে দাড়লো এমপি শাওন

 

জেএম.মমিন, নিজস্ব প্রতিনিধিঃ

বুধবার রাতে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ, রমাগঞ্জ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে টর্ণেডোর আঘাতে প্রায় ২’শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে ৷ এতে অনেকের ঘর উড়িয়ে নিয়ে অন্যত্র ফেলে দিয়েছে। বিধ্বস্ত হয়েছে অনেক গাছ। যার ফলে এলাকা গুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ৷
বৃহস্পতিবার সকালে এসব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এমপি ৷
এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রকল্প কর্মকর্তা অপুর্ব দাস, ঢাকা উত্তর যুবলীগ নেতা সেলিম খান, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মিয়া, গোলাম মোস্তফা মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
বুধবার (২৭ মে) দিবাগত রাত ১০টায় হঠাৎ করে উপজেলার পশ্চিম চর উমেদ, রমাগঞ্জ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে অাঘাত হানে ৷ এতে প্রায় ২’শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। এসময় মানুষের ঘর বাড়ী, গাছপালা ফসল এবং বিদ্যুত লাইনের ব্যাপক ক্ষতি হয় ৷