বোরহানউদ্দিন নিউজ ঃ
ভোলার মনপুরা উপজেলায় আকস্মিক বজ্রপাতে মামুন (১৫) নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে সাথে থাকা বড় ভাই বেচু(২৫।আশংকাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মনপুরা ইউনিয়নের কুলাগাজীর তালুক এলাকায় তাদের বসবাস বলে জানা গেছে। বাবার নাম মোঃ আমজাদ হোসেন
জানা যায়, বড় ভাই বেচু তার ছোট ভাইকে নিয়ে দুপুরের পর মেঘনায় মাছ ধরতে যায়। বেলা আড়াইটার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে তারা দুই ভাই গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনপুরা হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষনা করেন। বড় ভাই বেচু’র অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় পাঠানো হয়েছে।
এব্যাপারে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ বলেন, বেলা সোয়া ৩টার দিকে বজ্রপাতের ঘটনায় দুই জনকে হাসপাতালে নিয়ে আসে। একজন হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। আহত অপর ভাইকে ভোলায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।