বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জসিম উদ্দিন হায়দার এর শুভেচ্ছা। ———————


এইচ. এম এরশাদ, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শুরু হয়েছিলো ১৯৪৯ সালের ২৩ জুন বেলা তিনটায় ঢাকায় রোজ গার্ডেনের দোতলার হলঘরে। অনেক প্রতিকূল পরিস্থিতি অার বন্ধুর পথ অতিক্রম করে অনির্বাণ হয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় অাসনে স্থান করে নিয়েছে যে রাজনৈতিক দল সেটিই হলও “বাংলাদেশ অাওয়ামীলীগ”।

দেবদূতের মতো এই রাজনৈতিক দলটির দায়িত্ব নিলেন মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে বাঙালি প্রতিটি মানুষের অাস্থা অার ভরসার নাম বাংলাদেশ অাওয়ামীলীগ, প্রতিটি নাগরিকের প্রিয় প্রতীক ‘নৌকা’।

অাজ বঙ্গবন্ধু নেই তবে
বাংলাদেশের অাকাশ জুড়ে অাজ বঙ্গবন্ধুর নাম৷

স্বাধীনতা পরবর্তী সময় থেকে
সোনার বাংলা গড়ার এই ভালোবাসার সংগঠনকে হৃদয় দিয়ে অাগলে রেখেছেন অামাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধুর তনয়া, দেশরত্ন শেখ হাসিনা।

পিতার দেখানো পথেই বুক জুড়ে সৎ সাহস অার চোখ জুড়ে স্বপ্ন নিয়ে দেশরত্ন শেখ হাসিনা প্রাণপ্রিয় এই সংগঠনকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়।

২৩ জুন ‘বাংলাদেশ অাওয়ামীলীগ’ এর ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া রাজনৈতিক সংগঠন, বুকের বামপাশে ধ্বনিত হওয়া প্রতিধ্বনি ‘বাংলাদেশ অাওয়ামীলীগ’ এর প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক।

বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই সব ভেদাভেদ ভূলে প্রাণ প্রিয় নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, আমাদের অভিবাবক জননেতা, আলহাজ্ব তোফায়েল আহমেদ এম,পি এর নির্দেশে ও ভোলা-০২ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব আলী আজম মুকুলের নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলার প্রত্যেক নেতা-কর্মী কাধে কাধ মিলিয়ে একযোগে কাজ করবো, ইনশ আল্লাহ ।

“এই বদ্বীপ যতদিন থাকবে,নৌকা ততদিন থাকবে”
এই হউক আমাদের প্রতিষ্ঠা বাষিকীর অঙ্গীকার।