দৌলতখানে কাঠাল গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ ভোলার দৌলতখানে কাঠাল পাড়তে উঠে গাছ থেকে পড়ে মো: ফারুক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে ৷ সে মসজিদ বাড়ির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
মৃতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে ফারুক প্রতিদিনের ন্যায় ক্ষেত থেকে সবজি তুলে এনে ঘরে রেখে বের হয়ে যান। সারা দিনে আর ঘরে ফিরে না এলে সন্ধার পর বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হন। রাত আটটার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে কাঠাল গাছের সাথে একটি মই দেখে সবার সন্দেহ হলে সেখানে খুঁজে পানির মধ্যে তার মৃত দেহ পাওয়া যায়। শুক্রবার সকালে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এলাকাবাসীর ধারণা, কাঠাল পাড়তে উঠে গাছ থেকে পড়ে পুকুরের পানিতে ডুবে যায় বৃদ্ধ ফারুক। এতে করে তার মৃত্যু হয়।