চতুরঙ্গ

=====
__♪|♪মোঃ আঃ কুদদূস♪|♪__
=================================
কভিট ১৯ শেষে
যদি যাই গো বেঁচে
দেখা হবে নতুন এক বাংলাদেশে।

ছবির মতন সুন্দর
স্বপ্নের মতন স্বদেশ
দেখবো আবার এ মহামারী শেষে।

কভিড ১৯ শেষে
যদি বাঁচি একটি দিন
বলবো- বন্ধু, এই তো আছি বেঁচে।

দেখা হবে কাশবনে
শরতের সাদা মেঘে
ভালোবাসা দিবো এ হৃদয় সেচে।

কভিড ১৯ শেষে
যদি পাই একটি বিকেল
রঙবেরঙের ঘুড়ি ছাড়বো আকাশে।

জম্পেশ আড্ডা আর
হৈহুল্লুড়ে এঁকে দিবো –
সেই বিকেল, মনের ধূসর ক্যানভাসে।

কভিড ১৯ শেষে
যদি দেখি গো চাঁদ
গোধূলির পর আবার উঠেছে হেসে।

রাস্তার পাশে চৌমোহনায়
চাঁয়ের দোকান ঘেঁষে
দেখা হবে, তুমি চলে এসো ছদ্মবেশে।

কভিড ১৯ শেষে
প্রভূর মায়ায় যদি গো
থাকি বেঁচে, সুস্থ্যসবল চতুরঙ্গ বেশে।

দেখা হবে মোদের
আবার হাসিঠাট্টায়
শালিকের মতো স্বাধীন, পরিশেষে।

২৯ জুন ২০২০
ঢাকা।
==================================