আলোর মানুষ

আলোর মানুষ

[উৎসর্গ: প্রয়াত শ্রদ্ধাস্পদ হাজী আলম চাঁনকে]

মোহাম্মদ মাসুদ

জীবনকে কেউ কেউ—
প্রাসাদের আধিপত্যে-ক্ষমতার দম্ভে-অর্থের চূড়ায়—
দাঁড়িয়ে উপভোগ করে।

সবকিছুর অধিকারী হয়েও
কেউ কেউ— প্রাসাদ-ক্ষমতা-অর্থের দাম্ভিকতা চূর্ণ করে
চলে আসে সাধারণের দলে।

এসবের ভেতর দিয়েও
মানবতা-সততা-নৈতিকতার আদর্শ নিয়ে
কেউ কেউ সমাজের বুকে বিচরণ করে।
কোনো এক ঐশ্বরিক প্রেমের মায়াজালে
আবদ্ধ করে ফেলে— তাঁর গণ্ডিকে।
ভাস্বর হয়— আদর্শের চূড়ায়।

হয়তো রাষ্ট্রীয় স্বীকৃতি—
তাঁদের করিডরও স্পর্শ করবেনা।
কিন্তু যুগ-শতাব্দী-কাল অতিক্রম করে
মানুষের হৃদয়ে অনুপ্রেরণা-মশাল হয়ে
জ্বলবে— অনন্ত কালের অনন্ত মুহূর্ত।