বোরহানউদ্দিনে যৌতুকের দাবীতে জামাইর হামলায় শাশুড়ী হাসপাতালে

—————————
এইচ,এম, এরশাদ বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেস্তুরী বাড়ীর আব্দুল হাসেমের ছেলে সুমনের বিরুদ্ধে যৌতুকের দাবীতে তার স্ত্রী শাওনা আক্তার মুন্নি ও শাশুড়ী ইয়াসমিন এবং চাচী শাশুড়ী আয়শা বেগমকে হামলার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দুপুরে সুমনের বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে। কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চকডোষ গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আহত ইয়াসমিন ও নান্নুর স্ত্রী আয়শা বেগম বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় শনিবার বিকালে এ অভিযোগ করেন। আহত ইয়াসমিন বেগম অভিযোগ করে বলেন, ২০১৯ সালে তার প্রথম মেয়ে মুন্নি আক্তারকে হাসেমের ছেলে সুমনের সাথে বিবাহ হয়। বিবাহ হওয়ার পর থেকে তার জামাই সুমন বিভিন্ন সময় যৌতুকের দাবীতে তার মেয়েকে শারিরিক ও মানুষিক নির্যাতন চালায়। গত কোরবানের ঈদের আগের দিন তার মেয়ে মুন্নির একটি কন্যা সন্তান জন্ম হয়। ঈদের দ্বিতিয় দিন যৌতুকের দাবীতে তার মেয়েকে পিটিয়ে আহত করে যৌতুক লোভী সুমন। তিনি আরো অভিযোগ করে বলেন, মুন্নির ওপর অমানুষিক নির্যাতনের খবর পেয়ে শুক্রবার দুপুরে আহত মুন্নিকে সুমনের বাড়ীতে দেখতে যায় তার মা ,চাচী ও তার বাবা। এসময় যৌতুকের দাবীতে মুন্নি ও তার মা ইয়াসমিন , চাচী আয়শা বেগমকে হামলা চালায়। এসময় মুন্নির বাবা ছারাতে গেলে তাকেও মারধোর করে যৌতুক লোভী সুমন , তার বাবা আব্দুল হাসেম , সুমনের বোন খালেদা ও খালেদার জামাই রুবেল তাদেরকে পিটিয়ে আহত করে। আহত ইয়াসমিন ও আয়শা বেগমকে স্থানীয় লোক উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এ ব্যপারে অভিযুক্ত সুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ৫ মিনিট পরে কল দিব।