তজুমদ্দিনে খাদ্য নিয়ে বানভাসিদের পাশে নৌ-বাহিনী

স্টাফ রিপোর্টারঃ ভোলার তজুমদ্দিনে টানা কয়েকদিন বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে নাজেহাল অবস্থায় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বসবাস করা অসহায় ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছে বাংলাদেশ নৌ বাহিনী। রোববার সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দড়িচাঁদপ্রু এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ৪০টি পরিবারের মাঝে চাল, ডাল, আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন ভোলা নৌবাহিনীর লেফটেন্যান্ট ইয়াসির চৌধুরী। এসময় নৌবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।