নেছারাবাদে অবৈধ দখলদার ও ১৩ ব্যবসায়ীর অর্থদন্ড

  1. নেছারাবাদ প্রতিনিধি ঃ
    পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ বশির গাজী। আদালত এ সময় পৌরসভার ফুটপাতের অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন। একই আদালত হোটেল ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অপরাধে ১৩ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা অর্থদন্ড করেন।
    সহকারী কমিশনার এর দপ্তর সূত্রে জানা যায়,নেছারাবাদ পৌর বাজারের ফুটপাত অবৈধভাবে দখল করছিল একটি মহল।যার কারণে সাধারণ পথচারীদের চলাচলে কষ্ট ও যানজট সৃষ্টি হয়।জনভোগান্তি দূর করার জন্যে সোমবার সকালে সহকারী কমিশনারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়ে।অপরদিকে হোটেল ও মিষ্টির দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরীর অপরাধে ১৩ জনকে ১৮০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

    উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ বশির গাজী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।