বোরহানউদ্দিনে ২ জেলের ১0 হাজার টাকা জরিমানা

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

ভোলার বোরহানউদ্দিনের মেঘনা ও তেতুলিয়া নদীতে উপজেলা নির্বাহি কর্মকর্তা ,সহকারী কমিশনার ভূমি ও সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন জানান,অভিযানে মেঘনা নদীতে একটি সাগরের ট্রলারের নিচে ১১পিছ মাছ পাওয়ায় য়ায় । নিষেধাজ্ঞা অমান্য করায় মাকসুদ ও মোজাম্মেল নামক দুই জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ সাইফুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত দুই জেলে ১০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত জালগুলো আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।

মেঘনা নদীতে উপজেলা নির্বাহী অফিসারসহ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের সহায়তায় অভিযান পরিচালিত হয়। তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি।