শহিদ বেদীতে জুতা পায়ে অধ্যক্ষর শ্রদ্ধা নিবেদন!

স্টাফ রিপোর্টার

২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সারাদেশের মানুষ যেখানে খালি পায়ে প্রভাতফেরির গান গেয়ে শহিদ মিনারে ভাষা আন্দোলনের মহান শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সেখানে সেই পবিত্র শহিদ মিনারে জুতা পায়ে ওঠার মতো ধৃষ্টতা দেখালেন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুর এর অধ্যক্ষ ও একজন সহযোগী অধ্যাপক।

সরেজমিনে জানা যায় যে, শহিদ দিবস উপলক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসন এর পক্ষ থেকে শহরের অম্বিকা ময়দানের কেন্দ্রীয় শহিদ মিনারে ফরিদপুর শহরস্থ সকল প্রতিষ্ঠান ও সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা রাখা হয়। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা তার সহকর্মীদের নিয়ে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কিন্তু এসময় তাকে এবং একই কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তালুকদার আনিসুল ইসলামকে জুতা পায়ে শহিদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়। অবশ্য তাদের সাথে ফুলের তৈরি শ্রদ্ধা ডালি বহন করা কলেজের আরো তিনজন শিক্ষককে খালি পায়েই শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং সহযোগী অধ্যাপকের এরূপ নিন্দনীয় আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন কলেজের একাধিক শিক্ষকসহ সচেতন ফরিদপুরবাসী। এ বিষয়ে অধ্যক্ষ’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে জানান, তাড়াহুড়ার কারণে তিনি জুতা খুলতে পারেন নি।