বোরহানউদ্দিন থানা পুলিশের আনন্দ উদযাপন

স্টাফ রিপোর্টার

ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সারাদেশের থানাগুলোতে একযোগে রবিবার সন্ধ্যায় আনন্দ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম। এ সময় কেক কেটে আনন্দ-উৎসব শুরু হয়। ৭ই মার্চের তাৎপর্য ও উন্নয়নশীল বাংলাদেশের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর ভূমিকা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মাজহারুল আমিন আমিন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ও পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পক্ষিয়া ইউনিয়ন চেয়ারম্যান নগর হাওলাদার, হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি অনিল কুমার দাস, টবগী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন হাওলাদার।
রাতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।