স্টাফ রিপোর্টার
নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। এসময় আরোও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মো. সোহায়েব আহমাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াছমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নূরনবী প্রমূখ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মহিলা বিষয়ক প্রশিক্ষক শিরিন শবনম।
এসময় বক্তারা বলেন, সম্মানিত নারী সমাজ আজ আর পিছনে নেই।গঠনে পুরুষদের সমান্তরালে আজ তাদের অবস্থান। সকল সেক্টরে রয়েছে তাদের অভিগম্যতা। সততা, আন্তরিকতা,আর কঠিন অধ্যবসায়ই তাদের প্রতি প্রসারিত করেছে।