করোনায় লোকসানের শঙ্কায় বোরহানউদ্দিনের মুগ চাষীগন

মনিরুজ্জামা, :
দ্বীপজেলার ভোলার বোরহানউদ্দিনে এবার মুগ ডালের বাম্পার ফলন হয়েছে। ভালো বীজ নির্বাচন,সময় মতো প্রয়োজনীয় বীজ-সার সরবরাহ, ও পোকার আক্রমন কম থাকায় ফলন ভালো হয়েছে এমন দাবী কৃষি বিভাগের । আবহাওয়া ভালো থাকায় কৃষক-কৃষাণি সহ পরিবারের সদস্যরা এখন মুগ ডাল তোলায় ব্যস্ত সময় পার করছেন। তবে করোনা পরিস্থিতিতে ২ সপ্তাহের লক ডাউন চলমান। এ কারণে পরিবহন ব্যবস্থা বনধ রয়েছে। অন্যদিকে ক্রেতা সংকটে ভালো ফলন হওয়া সত্বেও লোকসানের সংকটে মাঠ পর্যায়ের চাষি ও সংশ্লিষ্টরা।
বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিস স‚ত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় মুগডাল চাষের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪ শত হেক্টর। অর্জন হয়েছে ২ হাজার ৫শত ১০ হেক্টর। হেক্টর প্রতি উৎপাদ ১.৬-২ মেট্রিকটন পযর্ন্ত।
উপজেলার দেউলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাষি মোহাম্মাদ আলী জানান, ”দেড একর জমিতে মুগ ডাল চাষ করেছি ৷ গত কয়েক বছরের চেয়ে এ বছর ফলন অনেক ভালো হয়েছে ৷ করোনায় লক ডাউন । তাই দাম কেমন পাই, চিন্তায় আছি”৷
একই এলাকার চাষি, মাসুদ, আবদুল মান্নান এবং শাহাব উদ্দিন জানান, আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভালো হওয়ায় আমরা খুশি ৷ তবে অন্যান্য বছরের চেয়ে এবার পোকামাকড়ের আক্রমন একটু বেশি ৷ তাই কীটনাশক ও বেশি ব্যবহার করতে হয়েছে । তবে করোনায় আমাগো সব শেষ কইরা দিছে।
সাচড়া ইউনিয়নের ২, ৫ ও ৬ নং ওয়ার্ডের চাষি, অহিদুল, বারেক সাজি, আওলাদ, সাফিজল, আবুল কালাম, আঃ মজিদ ,কুতুবা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের অহিদ সর্দার, দুলাল, ামির হোসেন,বড় মানিকা ইউনিয়নের নাছির,জাহ্ঙ্গাীর,পক্ষিয়া ইউনিয়নের আকরব সহ অনেকে জানান, বৃষ্টি না হওয়ার কারণে এবার আমরা ভালোভাবে মুগ তোলায় ব্যস্ত সময় পার করছি ৷ গাছ ও অনেক ভালো রয়েছে ৷ তারা আরো জানান, জমিতে চাষ, সার, বীজ ও কীটনাশসহ প্রতি একরে তাদের উৎপাদন খরচ হয়েছে ৫ – ৬ হাজার টাকা ৷ প্রতি একরে ৫ থেকে ৭ মন করে মুগ পাওয়া যাচ্ছে ৷ সব কিছু ঠিক থাকলে প্রতি মন ডাল ২২০০-২৩৫০ টাকা দরে পাইকারী বিক্রি করতে পারবে ৷ ক্রেতা থাকলে অনেকেই দ্বিগুন লাভের মুখ দেখবেন ৷
পাইকারি ক্রেতা জহিরুল ইসলাম বলেন, আমরা সরাসরি কৃষকদের থেকে মুগ ডাল ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে পাঠাই ৷ লকডাউনের কারনে পরিবহন সংকট থাকায় আমাদের অনেক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে ৷ লকডাউন না থাকলে চাষিরা দাম আরো ভালো পেত বলেও জানান তিনি ৷
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: ওমর ফারুক বলেন,মুগের ফলন ভালো।তবে ভবিষ্যতে মানসন্মত বীজ সংরক্ষন করে বীজের ঘাটতি দ‚রকরণ এবং উচ্চ ফলনশীল বীজ সরবরাহ করে কৃষকদের সহায়তা করা হবে।