স্থির থেকে শক্তি সঞ্চয় করছে “ইয়াস”

বিশেষ প্রতিবেদক:
পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণিঝড় “ইয়াস” একই জায়গায় থেকে ক্রমশ শক্তি সঞ্চয় করছে।

বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমি এর মধ্যে বাতাসের গতিবেগ ৬২ কিমি থেকে ৮৪ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টি আজ দুপুর ১২.০০ টায় পায়রা বন্দর থেকে ৬০৫ কিমি দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে। সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সকল ট্রলার ও নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য এবারের ঘূর্ণিঝড়টির সময় এখন পর্যন্ত বৃষ্টিপাত খুব কম। বৃষ্টিপাত বেশি হলে ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে ক্রমশ দূর্বল হয়ে যায়। এটি বাংলাদেশের খুলনা অঞ্চলকে বেশি প্রভাবিত করতে পারে। তবে যেকোন সময় তা গতিপথ পরিবর্তন করতে পারে।