ভোলার বাংলাবাজারে বাইক চাপায় বৃদ্ধ পথচারী নিহত

বোরহানউদ্দিন প্রতিনিধি ঃ
ভোলার বাংলাবাজারে মোটরসাইকেলের চাপায় মো. আলী আকবার (৮০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩ জুন) দুপুরের দিকে বাংলাবাজার আজিম উদ্দিন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আকবার (৮০) দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মৃত ওসমান আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বাংলাবাজার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্র’র ইন-চার্জ গোলাম মোস্তফা জানান, বৃদ্ধ আলী আকবর ব্যক্তিগত কাজে বাড়ি থেকে আজিম উদ্দিন মহা-সড়ক পারাপার হচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় দৌলতখান থানার (ওসি) তদন্ত বশির আহমদ জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মৃতদেহ নেয়ার জন্য জেলা প্রশাসকের কাছে অবেদন করা হয়েছে। মোটরসাইকেলটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।