বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ো বাতাস-বৃষ্টি

বিশেষ প্রতিবেদক:

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে।
এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাসমূহ ও তৎসংলগ্ন এলাকায় ঝড়ো বাতাসসহ গভীর সঞ্চালনশীল মেঘমালা অবস্থান করছে এবং বৃষ্টিপাত অব্যহত রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে চট্রগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসাথে উপকূলীয় এলাকায় অবস্থানরত নৌযানসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা বরিশাল, পটুয়াখালীসহ বিভিন্ন স্থানে গতকাল রাত থেকেই ঝড়ো বাতাসসহ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।