বোরহানউদ্দিনের মেঘনায় ইউএনও সাইফুর রহমানের দিনভর অভিযান

মনিরুজ্জামান ঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে খুটিজাল উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল থেকে দিনভর এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। অভিযানে ৩ কিলো মিটার এলাকায় খুটিজালের ১ হাজার ৫ শত খুটি কেটে বিনস্ট করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, ১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভোলা জেলার চর ইলিশা হতে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০কি.মি. এলাকায় এবং ভেদুরিয়া হতে চর রুস্তম পর্যন্ত তেতুলিয়া নদীর ১০০ কি.মি. এলাকা মৎস্য অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। অভয়াশ্রম এলাকায় সকল ধরনের মাছ ধরা নিষেধ করা হয়েছে।কিন্তু কতিপয় অসাধু ব্যবসায়ী এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করে যাচ্ছিল। যার কারণে আজকের এই অভিযান। অভিযানে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম)সহ, উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাইফুর রহমান জানান, অভয়াশ্রমের মেঘনা ও তেঁতুলিয়া নদীর বোরহানউদ্দিন অংশে আমাদের অভিযান চলমান থাকবে।