বোরহানউদ্দিনে শিক্ষকদের সাথে নিবার্হী কর্মকর্তার মতবিনিময়

মনিরুজ্জামান, ভোলাঃ
অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে বোরহানউদ্দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মত বিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান।
আজ ১ জুন নিবার্হী কর্মকর্তা সভাপতিত্বে তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে ভেন্যু কেন্দ্র নির্ধারণ, কেন্দ্র সচিব, হল সুপার ও সহকারি হল সুপার নির্বাচন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় বলেন, যেকোনো মূল্যে অবাধ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হবে। এ কাজে তিনি সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান। শিক্ষকদেরকে আশ্বস্ত করে তিনি বলেন, উপজেলা প্রশাসন পরীক্ষা চলাকালীন সর্বোচ্চ সহযোগিতা করে যাবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা,বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ আবু নোমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সোহেল আহমেদ, সম্পাদক বশির উল্লাহ,কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার প্রমুখ।