বোরহানউদ্দিন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপকরণ বিতরণ

মনিরুজ্জামানঃ
ভোলার বোরহানউদ্দিনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরন করা হয়েছে। উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরন কার্যত্রম অনুষ্ঠিত হয়েছে। ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল সংবর্ধনা ও বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
জাতীয় পর্যায়ে জেলা ক্যাটাগরিতে ডিজিটাল বাংলাদেশ-২০২১  এ শ্রেষ্ঠ ব্যক্তি   মাহির আশহাব লাবিব ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ জাতীয় পর্যায়ে লোক নৃত্যে “গ” বিভাগে দেশ সেরা হওয়ায় রিয়ন্তী দে, সহ  জাতীয় পর্যায়ে জারিগানে প্রথম হওয়া উপজেলা প্রশাসন স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক তুলে দেন এমপি।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২২০-২০২১ অর্থ বছরে জাইকার অর্থায়নে ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৩৭৪ টি হাই বেঞ্চ বিতরণ করেন।


এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম ,পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ মিয়া প্রমুখ।