বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

মনিরুজ্জামান
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে  শনিবার সকাল ১১টায়  বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা  মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২৩-২৯শে জুলাই ২০২২ উপলক্ষে  স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা৷ সিনিয়র মৎস্য অফিসার আলী আহমদ আখন্দ সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশন এর সম্পাদক মনিরুজ্জামান,সাংগাঠনিক সম্পাদক এইচএম এরশাদ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সংবাদ সম্মেলনে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সাংবাদিকদের কাছে জাতীয়  মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে আগামী ২৩ থেকে ২৯শে জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি স্থানীয় পর্যায়ের সফল মৎস্যচাষীদের কে মৎস্য পুরস্কার, উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ,মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ, সম্পর্কে উন্মুক্ত আলোচনা করেন।তিনি আরও বলেন,বাংলাদেশের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস হলো মাছ। কৃষি নির্ভর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই সরকার প্রাণিজ আমিষের জোগান বৃদ্ধি, কর্মসংস্থান ও নিরাপদ মৎস্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনকালে, গণসচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের পাশাপাশি বিভিন্ন মৎস্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন।তিনি দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন।সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার মিজানুর রহমান, এফএ শহীদ আল হেলাল।