বোরহানউদ্দিনে আলোচনা সভা ও সেলাই মিশিন বিতরণ

মনিরুজ্জামান ঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যথাযথ মর্যদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে।বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে সোমবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব যে আদর্শ ও দৃষ্টান্ত রেখে গেছেন, তা যুগে যুগে বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। তিনি আশা করেন, তার জীবনী চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এএইচ শামীম, মুক্তিযুদ্ধা জুলফিকার আলি,মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম ।


সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধাগন,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,শিক্ষার্থীরা ও ধর্মীয় নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষ ৭ জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।