বোরহানউদ্দিনে বাল্য বিয়ের অপরাধে বর-কনে পক্ষকে জরিমানা

মনিরুজ্জামান, ভোলা ঃ
ভোলার বোরহানউদ্দিনে বাল্য বিয়ের অপরাধে বর ও কনে পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ৷
মঙ্গলবার বিকালে উপজেলার ছোট মানিকা ৪নং ওয়ার্ডে কনের বাড়িতে অভিযান চালিয়ে বর সজীব কে ২০ হাজার ও কনের বাবা আঃ বারেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক ৷
নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানাযায়, গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের মোঃ জসিম এর ছেলে মোঃ সজীবের সাথে পারিবারিকভাবে পার্শ্ববর্তী ছোট মানিকা ৪ নং ওয়ার্ডের আঃ বারেক এর মেয়ের সাথে বয়স গোপন করে বিবাহ সকল প্রস্তুতি সম্পন্ন হয় ।মঙ্গলবার বিকালে কনে তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কনের বাড়িতে উপস্থিত হন। এ সময় বাল্যবিয়ের অপরাধে তাদেরকে অর্থদন্ড প্রদান করেন ৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক জানান, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ এবং ৮ ধারায় কনের বাবা ও বর কে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় । ২ বছর সংসার করতে পারবে না এমন মুচলেকা নেওয়া হয়। অভিযান অব্যাহত থাকবে ৷
এ সময় স্থানীয় থানার পুলিশ সদস্য ও নির্বাহী কর্মকর্তা অফিস সহকারী কাজি রুবেল হোসেন উপস্থিত ছিলেন।