ভোলা জেলা সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন।

  • ভোলা জেলা সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন।
    সোহেল মাহমুদ, ভোলা
    ২৫ সেপ্টেম্বর ২০১৯, জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো জেলা মৎস্য সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন কর্মশালা । উক্ত কর্মশালয় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, ভোলা। বিশেষ অতিথিগণ ছিলেন: ইকোফিশ-বাংলাদেশ প্রকল্পের টিমলিডার, সহকারী জেলা প্রশাসক (সার্বিক) সহকারী জেলা প্রশাসক (রাজস্ব), উপ-পরিচালক স্থানীয় সরকার, কোস্ট গার্ড কমান্ডার, জেলা পযায়ের সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাবৃন্দ, জেলে সংগঠনের প্রতিনিধিবৃন্দ, পুলিশ ও নৌ-পুলিশ । স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা, ছাত্র, ঈমাম, সংবাদ কর্মী,এনজিও প্রতিনিধিসহ সকল স্টেকহোল্ডার। ইকোফিশ প্রকল্পের অর্জন উপস্থাপন করেন রিসার্স এসোসিয়েট-ওয়াল্ডফিশ । সঞ্চালনা ও কমিটির কাঠামো উপস্থাপন করেন কোস্ট ট্রাস্টের সিনিয়র প্রকল্প সমন্বয়কারী-ইকোফিশ প্রকল্প । এর পরে সকলের মতামতের ভিত্তিত্বে ৩৬ সদস্য বিশিষ্ট জেলা সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয় । প্রত্যাশা করা হচ্ছে এই কমিটি মৎস্য সেক্টরের সকল কাজে সহযোগিতা করে জেলেদের জীবনমান উন্নয়ন ও মৎস্য সেক্টরকে সমৃদ্ধ করবে ।